নতুন আলিঙ্গনে

নতুন (এপ্রিল ২০১২)

রোদের ছায়া
  • ৪১
  • ৬৫
তেল-হলুদের হিসাবে কেটে যাওয়া দিন শেষে
ঘুম ভাঙ্গে নতুন সকালে ,
সম্পর্কের ব্যঞ্জন সাজাতে ব্যস্ত বাগানে
নতুন মালা গাঁথা হয় ,
সহস্রবার শোনা মিষ্টি মুখের মা ডাকটি
এত দিনেও পুরনো হয় না ।
গায়ের আটপৌরে শাড়ীতেও লেগে থাকে
নতুন কোনো স্মৃতির ঘ্রাণ ,
প্রেমিকের সোহাগ জড়ানো বাহুডোর
অভ্যাসে পরিনত হয় ,
তবু রাত শেষে নিজেকে খুঁজে পাই
আলিঙ্গনের নতুন উষ্ণতায়।
জীবন তার চলার পথ হারায় অজানায়
তবু পাই নতুন গন্তব্য ,
পুরনো সেই স্নেহের বন্ধনে বারবার
শুনি নতুনের ঝংকার ,
মনের সাথে মনের যোগ-বিয়োগে
ঘটে গরমিল হাজার ,
তবু ঠিক পেয়ে যাই মনের ঠিকানা
অংকের যোগফলে ।
লাল শাড়ীতে বৈশাখ আসে
হলুদে আসে বসন্ত ,
হাজারো নতুন পসরা সাজিয়ে ,
জীবন হাসে অনন্ত ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়সাল বারী খুব সুন্দর, খুবই।
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার আপু, আপনার এবারের কবিতাটি অসম্ভব ভালো লাগল। অসাধারণ।
ইফতেখার কবিতা ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই , ভালো থেক, ধন্যবাদ /
অজয় সহস্রবার শোনা মিষ্টি মুখের মা ডাকটি এত দিনেও পুরনো হয় না ।'' valo laglo ..........
অজয় অসংখ্য ধন্যবাদ ..........
সালেহ মাহমুদ ভালো লেগেছে কবিতাটি। ধন্যবাদ।
ধন্যবাদ সালেহ ভাই কিন্তু শুধু ভালো লেগেছে বললে তো কেমন যেন লাগে , আপনাদের কাছ থেকে সব সময় কিছু পরামর্শ আশা করি আগামীর জন্য /
সত্যি সত্যি ভালো লেগেছে অনেক বেশী। সে কারণেই বাড়তি কিছু বলতে পারলাম না। বাড়তি কিছু বলার জন্য আবারো পড়লাম। নাহ্‌, শুধুমাত্র “অপূর্ব” কথাটিই বলতে বাধ্য হচ্ছি। খুবই স্বচ্ছন্দ এবং ঝরঝরে কবিতা। এমনটিই আমার পছন্দ। পরামর্শ- লিখে যান, হোক না হোক লিখে যান। যখনই সময় হবে গুণ গুণ করে কবিতার চরণ ঠোঁটে তুলে আনার চেষ্টা করবেন। দেখবেন ওতেই হয়ে যাবে অসাধারণ কিছু। আর কাব্যভাষা তো যার যার তার তার, ওটা আপনাতেই ফুটে ওঠে প্রত্যেকের কবিতায়। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আবার সময় করে মন্তব্য করার জন্য .........এবার তো একটু বেশিই বলে ফেললেন মনে হচ্ছে , তবে আপনার পরামর্শ মনে থাকবে .....
বিন আরফান. বেশ দারুন হয়েছে. অত্যন্ত যত্ন সহকারে লিখেছেন বলে মনে হয়. লেখক / লেখিকার জন্য শুভ কামনা রইল.
বিন অরফান আপনাকে অনেক ধন্যবাদ , আপনি আমাকে নিশ্চিন্তে আপু বলতে পারেন , লেখন না লেখিকা এই বিষয়ে কোনো সন্দেহ থাকা বোধ হয় ঠিক না /
Himanka অসাধারন। শেষের চার লাইন খুব চমৎকার হয়েছে। সব মিলিয়ে ভালো লেগেছে।
Himanka অনেক অনেক ধন্যবাদ আর স্বাগতম গল্পকবিতায়
পন্ডিত মাহী খুব সরল এবং সুন্দর কবিতা। সহজেই ভালো লেগে গেলো... তবে কোথাও কোথাও অন্তমিল তৈরী হয়েছে, কোথাও নেই। গদ্য না পদ্য এ নিয়ে খটকা লাগতে পারে...
ভাইজানকে অনেক ধন্যবাদ কষ্ট করে পড়া ও কমেন্ট করার জন্য @ পন্ডিত মাহী ...........
বিষণ্ন সুমন অসাধারণ লেখনি । মিস্টি একটা ঝলক ছড়িয়ে আছে কবিতার পরতে পরতে । দারুন !!! পছন্দ করে নিলাম ।
পাঠকের ভালো লাগাই তো লেখকের প্রেরণা আর সেই পাঠক যদি আপনার মত কেও হয় তাহলে তো কথায় নেই.........পছন্দে জায়গায় পেয়ে কবিতা ( জানিনা আদৌ কিছু হয়েছে কিনা ) ধন্য / অনেক ধন্যবাদ /
পারভেজ রূপক চমৎকার, চমৎকার।
(চমত্কার সে হতেই হবে যে , হুজুরের মতে অমত কার?...তোষামোদ ) ধন্যবাদ /
সিয়াম সোহানূর বাহ! কী অপরূপ!! শুভাশিস জানবেন।
সিয়াম সোহানুর তোমাকে ধন্যবাদ ........

১৭ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪